মৃত্যুহীন মুহূর্তরা 

পৃথিবীর সব রং মুছে যাবে একদিন, অথবা নীল হয়ে যাবে,
আমাদের চেতনার সবুজ পেলবতাও হয়ত ধূসর রঙ পাবে।

কবেকার কবরের এপিটাফে লেখা থাকবে মানুষের অসংখ্য হাহাকার,
অথবা ছাইমাখা পাথরে এঁকে যাওয়া, না-বলা অজস্র চীৎকার।

ধোঁয়াশায় ঢেকে যাবে মৃত পতঙ্গের স্তূপ, সভ্যতার অন্তিম নির্যাস,
রুক্ষ পাহাড়ের ফাঁকে কখনো বা দেখা যাবে রক্তিম, বিষণ্ণ আকাশ।

তখনো হয়ত কোন গোপন ছায়ার কাছে, এক টুকরো সজীব প্রাণে,
আমাদের মুহূর্তরা বাঁচবে ভালবাসায়, কবিতায়, গল্পে ও গানে।

১৫ ই জানুয়ারি, ২০২২                         © প্রত্যয় মুখার্জী